নূর মোহাম্মদ দীন

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

শরতের রেশ

সবুজের বাহারে সাদার এক রেশ

সাদা মেঘ সাদা কাশ ভাল্লাগে বেশ।

ঝকঝকে রোদ্দুরে গাছ পাকা তাল

তাল পিঠা খেতে বেশ শরতের কাল।

শরতের আকাশে ঝকঝকে নীল

সবুজের প্রান্তরে পাই যেন মিল।

ধানপাতা সবুজে শিশিরের জল

ঝিকমিকি রোদ্দুরে করে টলমল।

শাপলা ও শালুকে ভরা বিল ঝিল

মাছদের আনাগোনা করে কিলবিল।

নদীতে মাঝিদের পাল তোলা নায়

ভাটিয়াল সুরেতে মন ছুঁয়ে যায়।

শরতের পরশে ছুঁয়ে যাক মন

শরতের রেশখানি থাক সারাক্ষণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close