শামীম খান যুবরাজ

  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

শরতের রাতে

মেঘগুলো ছুটে গিয়ে কোথায় হারায়

ঝিকিমিকি জ্বলে কেন হাজার তারায়

চাঁদে বসে বুড়ি নাকি চরকা ঘোরায়

প্রশ্নেরা ভিড় করে জোড়ায় জোড়ায়।

শরতের রাতে দাদি গল্প শোনান

আঙুলের ভাঁজে ভাঁজে নামতা গোনান

দাদুভাই ছড়া কেটে মজা দেন রোজ

চাঁদজ্বলা জ্যোৎস্নায় হয় নিশিভোজ।

হইচই করি জ্বেলে চাঁদের বাতি

ছুটোছুটি-লুকোচুরি খেলায় মাতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close