শরতের ফুল
প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
শরতে ফোটে কাশবনে কাশফুল
শরতে ফোটে শিউলি জবা,
শরতে ফোটে কামিনী মালতি
তাদের থেকে কেন দূরে র’বা।
শরতে ফোটে মল্লিকা ঢোল কলমি
শরতে ফোটে বড়ই বেলি,
শরতে ফোটে দোলনচাপা জারুল
উড়ে যায় পাখি ডানা মেলি।
শরতে ফোটে রাধুচূড়া শাপলা
শরতে ফোটে ধুতরা ঝিঙ্গে,
শরতে ফোটে শ্বেতকাঝন ডে-লিলি
উড়ে বেড়ায় ঘাসফড়িং ফিঙ্গে।
শরৎ এসে বারে বার গন্ধ বিলায়
আমার তোমার নাকের কাছে,
শরৎ এসে বলে কানে কানে
ছড়াবো সু-গন্ধ যা আছে।
"