হামীম রায়হান

  ০১ সেপ্টেম্বর, ২০১৮

দুখু মিয়া

দুরন্ত এক ছেলে ছিল-

চুরুলিয়া গ্রামে,

গাঁয়ের লোকে ডাকত তাঁকে-

দুখু মিয়া নামে।

সেই ছেলেটির ছিল যে এক-

চির বিদ্রোহী মন,

পাখির মতো হয়ে কভু-

ঘুরত সে বন বন।

গান, কবিতায় করল দুখু-

বিশ্বজগৎ জয়,

ন্যায়ের সঙ্গে সখ্য যে তাঁর-

অন্যায়ে ছিল ভয়।

রুটির দোকান, লেটোর দল-

কিংবা যুদ্ধসাজ,

দুখু মিয়া আজো করে-

সবার মনে রাজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close