রেজাউল রেজা

  ০১ সেপ্টেম্বর, ২০১৮

টোকাই শিশুর গল্প

খোকন সোনা কেঁদো না আর

গল্প বলি শোন,

তোমার আছে অনেক কিছু

তাদের যে নেই কোনো।

খেলনা গাড়ি দূরের কথা

পায়ের জুতা নেই,

বুড়া জামা যায় যে ছিঁড়ে

পরতে যাবে যেই!

পথে পথে ঘুরে বেড়ায়

ইস্টিশনে ঘুমায়,

এমন তো কেউ নেইকো তাদের

কপোল মাঝে চুমায়।

দু-মুঠো ভাত পাবার তরে

এ-দ্বার ও-দ্বার ঘুরে,

বড় লোকে তাড়িয়ে দেয়

কেউবা মারে ছুরে।

ক্ষুধার জ্বালায় কাগজ টোকায়

টোকাই শিশুর দল,

অনেক ভালো আছো তুমি

কেন চোখে জল?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close