তৌহিদ আহাম্মেদ লিখন

  ০১ সেপ্টেম্বর, ২০১৮

শরতের রূপ

সাদা মেঘের ভেলায় চড়ে

শরৎ রানি আসে,

নতুন রূপে নতুন সাজে

শিশির ভেজা ঘাসে।

শিউলি টগর জুঁই কামিনী

ফুটে যখন ফুল বনে,

মৃদু বাতাস ঘ্রাণ ছড়িয়ে

দোল খেয়ে যায় এই মনে।

শাপলা ফুলের পরাগ মেখে

ভ্রমর নাচে বিল জুড়ে,

মৃদু হাওয়ায় বিলের ধারে

কাশবনেতে কাশ ওড়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close