গোলাম নবী পান্না

  ০১ সেপ্টেম্বর, ২০১৮

বিদ্রোহী কেন কবি

বিদ্রোহ তাঁর কেন এমন

কিসের অভিমানে,

ক্ষোভের ভাষা কেন কবির

কবিতা আর গানে?

এ সমাজের অসংগতি

কবি যখন দেখেন,

সোচ্চারে তাঁর মনের কথা

অগ্নি-ভাষায় লেখেন।

সবলরা কেন দুর্বলেরই

গায়ে আঁচড় আঁকে,

তাই তো কবি লেখায় জাগান

বিদ্রোহী সুরটাকে।

আমরা দেখি একপেশে তাঁর

বিদ্রোহেরই ছবি,

সাহিত্যের সব শাখায় আছেন

নামকরা এই কবি।

‘নজরুল’ সে ঝড়ের ভুলে

কুল হারাবার নন,

সকল বাধার ঊর্ধ্বে যিনি

একাই ব্রতী হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close