ফয়েজ হাবীব

  ২৫ আগস্ট, ২০১৮

বৃষ্টি

বৃষ্টি পড়ে সবুজ পাতায়

বৃষ্টি পড়ে পথিক ছাতায়

বৃষ্টি পড়ে খালে

নদীর বুকে বৃষ্টি নাচন

বৃষ্টি টিনের চালে।

বৃষ্টিভেজা বাড়ির উঠোন

বৃষ্টি মাথায় খেলছে ছোটন

মা ডেকেছে তাকে

বৃষ্টি ভিজে ছোটাছুটি

পথের বাঁকে বাঁকে।

বৃষ্টি পড়ে পুকুরজলে

একটু থামে দুপুর হলে

বৃষ্টি পড়ে মাঠে

সন্ধ্যাবেলা বৃষ্টি তুমুল

মন বসে না পাঠে।

ভিজে ভিজে বকটা উড়ে

এ বিল থেকে সে বিল ঘুরে

থামছে না তো কভু

বৃষ্টিভেজা সব পরিবেশ

লাগছে দারুণ তবু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close