তুষার কুমার সাহা

  ১৮ আগস্ট, ২০১৮

মেঘের দেশে স্বপ্ন

মেঘলা রাতে ঘুমের দেশে স্বপ্ন দেখি খুব,

মেঘের সাথে খেলা করি সবাই থাকে চুপ।

বাজনা বাজে গুড়–ম গুড়–ম নাচি মেঘের সাথে,

কেহ নেই আর মেঘের দেশে স্বপ্ন বুনার রাতে।

মেঘের পিঠে যাচ্ছি চড়ে অচিন বহু দূরে,

দেখছি আমি পৃথিবীটা মেঘের পিঠে ঘুরে।

বৃষ্টির মেয়ে মিষ্টি হয়ে আসে আমায় দেখে,

হৃদয় পুরে নিয়ে যাব বললো আমায় ডেকে।

হাতটি ধরে একা একা যাচ্ছে আমায় নিয়ে,

হঠাৎ বলে বৃষ্টি মেয়ে করবে আমায় বিয়ে।

রাত পেরিয়ে সকাল হয়ে মা যে দিল ডাক,

তখন বলি এই কথাটা পরে বলব থাক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close