শামীম শিকদার

  ১১ আগস্ট, ২০১৮

শরতের রূপ

বর্ষা ধারার অবসানে এলো শরৎকাল,

নীল আকাশে জমেছে মেঘের জাল।

বন ভরেছে কামিনী কেয়া ফুলে,

নদীর তীরে কাশবন বাতাসে দুলে।

ফুলের সৌরভ চারদিকে মৃদু হাসে,

নদীর সৌন্দর্য ফুটে সাদা কাশে।

নদীতে অর্ধ ডুবন্ত নৌকা ভাসে,

মাছরাঙা বসে থাকে তার পাশে।

শরতে পূর্ণিমা রাতের আবছা ছায়া,

রাতে ঝরা শিশিরের অফুরন্ত মায়া।

নদীতে জল কমে জাগে চর,

নদীর তীরে কাশ বেঁধেছে ঘর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close