মোহাম্মদ নূর আলম গন্ধী

  ১১ আগস্ট, ২০১৮

বর্ষা এলো বলে

কদম হাসে কেয়া হাসে

হাসে জবা বেলি

পাপড়ি মেলে হাসে দেখো

জুঁই ও চামেলি।

দিঘির জলে কলমি হাসে

খালে বিলে পদ্ম

বাগান জুড়ে হাসনা হেনা

ফুটেছে যে সদ্য।

ফুলেরা সব উঠল হেসে

বর্ষা এলো বলে

পাবেনা তো এমনই রূপ

যায় যদি সে চলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close