কায়সার আমিন

  ১১ আগস্ট, ২০১৮

বৃষ্টি আসুক

বৃষ্টি আসুক ঝিলের ধারে বৃষ্টি আসুক বিলে

বৃষ্টি আসুক কচি পাতায় শীতল হাওয়ায় দোলে।

বৃষ্টি আসুক সবুজ ঘাসে বৃষ্টি আসুক ধেয়ে

বৃষ্টি আসুক বৃষ্টি আসুক উঠব সবে নেয়ে।

বৃষ্টি আসুক ক্লান্ত মনে, জাগবে নতুন সুর

মেঘের ভেলায় চড়ে এবার যাব অচিনপুর।

বৃষ্টি আসুক ঝিরঝিরিয়ে গাঁয়ের সবুজ মাঠে

হাঁটু পানি জমে গেছে রাঙাবালির হাটে।

বৃষ্টি এলে পড়ে মনে আপন গাঁয়ের কথা

বুকের ভেতর চিন করে কত শত ব্যথা।

এমনি করে বৃষ্টি আসুক নাচব সারা দিন

হাজার বছর যাবে চলে, হবে না মলিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close