বৈশাখী মেলায়
প্রকাশ : ১৪ এপ্রিল ২০১৮, ০০:০০
আলমগীর কবির

চাচ্চু আমি মেলায় যাব
মোস্তাকিমের বায়না,
নাগরদোলা তার পছন্দ
বেশি কিছু চায় না!
মিঠু কেনে বাঁশের বাঁশি
মুমু শখের হাঁড়ি,
হাদীর প্রিয় লাটিম এবং
মজার খেলনা গাড়ি।
তামিম কেনে লাটাই ঘুড়ি
মিমের প্রিয় বাঁশি,
আজ বৈশাখী মেলায় এসে
সবার মুখে হাসি।
"