জীবনযাপন ডেস্ক

  ০৮ সেপ্টেম্বর, ২০১৭

পাতলা ভ্রু ঘন করবেন যেভাবে

চোখের সৌন্দর্য অনেকখানি নির্ভর করে সুন্দর আকৃতির ভ্রুর ওপর। একটা সময় ছিল যখন চিকন আকৃতি ভ্রুর চাহিদা ছিল বেশ। তবে বর্তমানে ঘন ও মোটা আকৃতির ভ্রুর প্রতি আকর্ষণ যেন সব মেয়েদের। চলতি ধারায় নিজেকে মাতিয়ে তুলতে পাতলা ভ্রু ঘন করতে যেন চিন্তা-ভাবনার অন্ত নেই। পাতলা ভ্রু ঘন করার সহজ কিছু সহজ কৌশল জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। চলুন দেখে নেওয়া যাক। বার বার প্লাক করবেন না

বারে বারে ভ্রু প্লাক করলে ভ্রু আরও পাতলা হয়ে যায় এবং আকৃতিও নষ্ট হয়। তাই দুই থেকে তিন মাস ভ্রু প্লাক করা বন্ধ রাখুন। দেখবেন, আপনার ভ্রু ধীরে ধীরে ঘন হয়ে উঠছে।

ময়েশ্চারজার ব্যবহার করুন: প্রতিদিন ভ্রুসহ এর আশপাশে ভ্যাসলিন ব্যবহার করুন। দিনে দুই থেকে তিনবার এটি ভালো করে লাগান। এতে ভ্রুর ঘনত্ব বাড়বে। তেল দিয়ে ম্যাসাজ করুন

ভ্রু ঘন করার জন্য তেল খুব কার্যকর। কাস্টার, অলিভ ওয়েল অথবা নারিকেল তেল ভ্রুতে মালিশ করতে পারেন। প্রতিরাতে ঘুমানোর আগে কটন বাডে অল্প তেল মিশিয়ে ভ্রুতে ম্যাসাজ করুন।

ডিমের সাদা অংশ লাগান ভ্রু ঘন করতে ডিমের সাদা অংশের জুড়ি নেই। কেননা ডিমের সাদা অংশে রয়েছে প্রোটিন। এটি দারুণ উপকারী। ডিমটি ফেটে শুধু সাদা অংশটি ভ্রুতে লাগান এবং ২০ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist