জীবনযাপন ডেস্ক

  ০৮ সেপ্টেম্বর, ২০১৭

উজ্জ্বল ত্বকের জন্য পটেটো আইস কিউব

ত্বকের বিবর্ণ ভাব দূর করার পাশাপাশি ক্লান্তি মুছে ফেলতে ঘুমানোর আগে ঝটপট ত্বকে ঘষে নিন পটেটো আইস কিউব। এটি নিয়মিত ব্যবহারে দূর হবে ত্বকের বলিরেখা ও কালচে দাগ। প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে জুড়ি নেই পটেটো আইস কিউবের।

* যেভাবে তৈরি ও ব্যবহার করবেন পটেটো আইস কিউব

একটি পাত্রে আধা কাপ আলুর রস, আধা কাপ পানি ও ১টি লেবুর রস মেশান। দ্রবণটি বরফের ট্রেতে করে ফ্রিজে রাখুন সারারাত।

সমপরিমাণ আলুর রস ও চাল ধোয়া পানি একসঙ্গে বরফ জমিয়ে ব্যবহার করুন ত্বকে।

নারিকেলের দুধ ও আলুর রস সমপরিমাণে মিশিয়ে বরফের ট্রেতে জমিয়ে নিন।

রাতে ঘুমানোর আগে চক্রাকারে পটেটো আইস কিউব ঘষুন ত্বকে। প্রাকৃতিকভাবে শুকিয়ে গেলে ঘুমিয়ে পড়ুন। পরদিন ধুয়ে ফেলুন ত্বক।

* ত্বকে পটেটো আইস কিউব ব্যবহার করবেন কেন?

আলুতে রয়েছে ভিটামিন এ, সি ও বি। এগুলো ত্বকে বলিরেখা পড়তে দেয় না।

আলুতে থাকা এনজাইম ত্বকের দাগ দূর করে উজ্জ্বল ও সুন্দর করে ত্বক।

আলু প্রাকৃতিকভাবে ব্লিচ করতে পারে ত্বক। ফলে ত্বকে আসে জৌলুস।

চোখের নিচের কালচে দাগ দূর করে আলু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist