তারেক আজিজ

  ২৭ সেপ্টেম্বর, ২০১৯

পূজায় ভিন্নমাত্রার পোশাক

পূজা মানে আনন্দ। পুজা মানে হৈ-হুল্লোড় আর ঘুরে বেড়ানো। পরিবার বা বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া। পূজাকে ঘিরে চারদিকে সৃষ্টি হয় সাজ সাজ রব। কিছুদিন পরই শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। হিন্দু ধর্মালম্বীদের এই বড় উৎসবকে কেন্দ্র করে দেশের ফ্যাশন হাউসগুলো সেজেছে বর্ণিল আয়োজনে। পোশাকে এনেছে নানা রং আর বৈচিত্র্য।

এক্ষেত্রে আদিবাসী বুননে বৈচিত্র্যের সম্ভার আর্যেশ্বরী বুটিক পেরাবাহ সেজেছে তার নিজস্ব ঢং ও স্টাইলে। এ ফ্যাশন হাউসের ডিজাইনার সৌম্য চাকমা (সমরেশ) বলেন, আমি সবসময় পোশাকে বৈচিত্র্যতা আনতে ভালোবাসি। আদিবাসীদের তাতে বোনা কাপড়ের সঙ্গে জ্যাকেট সুতি কাপড় ব্যবহার করে আয়না, পুতি, কারচুপি, সুতা ও চুমকির কাজ করে পোশাকে এক ভিন্ন আঙ্গিক তুলে ধরতে চেষ্টা করেছি।

সবাই যখন লাল, সাদা, নীল ব্যবহার করে পূজার পোশাক তৈরি করছে, সেখানে আমার ভাবনা ভিন্ন ধরনের। লালের সঙ্গে কালো ও অন্যান্য রং ব্যবহার করে পূজার পোশাক এক ভিন্নরূপে তুলে ধরা।

অন্যদিকে, যারা শাড়ি পড়তে পছন্দ করেন না বা সামলাতে কষ্ট হয় তাদের জন্য পূজায় সালোয়ার কামিজ বেছে নেওয়া ভালো। তাই পূজায় আকর্ষণীয় সালোয়ার কামিজও হতে পারে সবার নজরকারা।

মডেল : খ্রীষ্টিনা কলি ও ত্রিপনা

পোশাক ডিজাইন : সৌম্য চাকমা (সমরেশ)

সাজ : নিপুনস মেকওভার

বুটিক শপ : আর্যেশ্বরী বুটিক পেরাবাহ

ছবি : অলোক স্টুডিও

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close