reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০১৯

বদলে যাওয়া সময়ের সাজ

সময়ের বিবর্তনে বদলে যাচ্ছে বাঙালি নারীর সাজের ধরন। একসময় শাড়ি-স্যালোয়ারে যারা অভ্যস্ত ছিলেন আজ তারা অন্য পোশাকেও নিজেকে মানিয়ে নিচ্ছেন। জীবনযাপনকে তারা আরো সহজ করে নিচ্ছেন। বিশেষ করে কর্মজীবী নারীদের ক্ষেত্রে এ বাস্তবতার দ্রুত পরিবর্তন ঘটছে। বলা যায়, একসময় শাড়ি পরাকে অনেকে ঝামেলা মনে করতেন। কারণ শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ লাগে, সাজগোজ লাগে, গহনা লাগে, টিপটপ চুল লাগে, লাগে হিল জুতা। কিন্তু এখন সেই দিন আর নেই। এখন কর্মজীবনে নারীদের অংশগ্রহণ বাড়ার সঙ্গে সঙ্গে বদলে গেছে মেয়েদের সাজপোশাকের ধরন। লিখেছেন মারিয়া জামান

মারিয়ার মতে, এখন অনেকেই শাড়ি পরার ইচ্ছা হলে আঁতকে ওঠেন না। শাড়িতে মাড় কিংবা ইস্ত্রি আছে কি না আবার ম্যাচিং ব্লাউজ আছে কি, নাই; তা নিয়েও চিন্তা করে সময় নষ্ট করেন না। বাজার থেকে কেনা কিংবা মায়ের আলমারি থেকে নেওয়া ইলফিটেড (মাপ ঠিকমতো না হওয়া) একটা ব্লাউজ না হয়, ক্রপটপ কিংবা নিতান্ত সাধারণ একটা টপস দিয়েই পরে ফেলছেন শাড়ি। শাড়ির সঙ্গে ম্যাচিং চুড়ি, ব্যাগ, হিলজুতার ঝামেলাতেও যাচ্ছেন না অনেকে। শাড়ির সঙ্গে ম্যাচিং করে গহনা যে কেউ পরেন না, তা নয়। তবে হাতে সময় না থাকলে সেটাও এড়িয়ে যান অনেকেই। চুলে খোঁপা, হাতে চুড়িও আর এখন কোনো আবশ্যকীয় বিষয় নয়। নাকে একটা নথ আর একটা চামড়ার চটি, ব্যস এটুকুতেই পুরো হচ্ছে অনেকের সাজ। কেউ কেউ শুধু কানে দুল পরে আবার কেউ গলায় শাড়ির সঙ্গে রং মিলিয়ে কিংবা না মিলিয়ে মালা পরেন আবার কেউ বেছে নেন বড় আকারের কাঠ, পাথর কিংবা পাথরের আংটি। শুধু শাড়িতেই নয়, ফ্যাশনটাকে নিজের মতো করে সংজ্ঞায়িত করার এ ধারা চলছে যেকোনো সাজপোশাকেই। শাড়ি হোক কী কামিজ, টপস বা শার্ট, প্যান্ট কী স্কার্ট কেউ যেন আর কেউ নির্দিষ্ট নিয়ম মেনে চলতে ইচ্ছুক নয়। ফ্যাশন এখন অনেকটাই ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ওপর নির্ভর করে।

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গেও তাল মিলিয়ে চলেন আজকের মেয়েরা। তাই পোশাকে এবং সাজগোজে মিক্স অ্যান্ড ম্যাচের একটা প্রভাব দেখা যাচ্ছে। মিক্স অ্যান্ড ম্যাচ সবচাইতে বেশি দেখা যায় প্যান্ট, শার্ট এবং টি-শার্টের ব্যবহারে। টি-শার্ট কিংবা শার্টের সঙ্গে প্যান্ট কিংবা ট্রাউজার না পরে পড়ছেন হেরেম প্যান্ট কিংবা পালাজো। হাতে পরছেন রং-বেরঙের কাঠ, পুঁতি, মাটি কিংবা তামার ব্রেসলেট; নাকে নথ, কপালে টিপ। স্কার্ফ হিসেবে বেছে নিচ্ছেন গামছা। সেই স্কার্ফও কেউ কেউ গলায় না ঝুলিয়ে পাগড়ির মতো করে মাথায়

পেঁচিয়ে রাখেন। নিজের নিয়মে চলাটাই

এখন ফ্যাশন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close