আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ নভেম্বর, ২০১৭

মার্কিন ব্রিগেডিয়ার জেনারেলকে গুয়ানতানামো বেতে বন্দি করার নির্দেশ

বিরল পদক্ষেপ মার্কিন সামরিক আদালতের। মেরিন কোরের অন্যতম শীর্ষকর্তা তথা ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার এক কর্মকর্তাকে কুখ্যাত গুয়ানতানামো বেতে বন্দি করার নির্দেশ দিলেন সামরিক আদালতের বিচারক ভ্যান্স প্যাথ। কুখ্যাত অপরাধীদের এবং যুদ্ধবন্দিদের যেখানে পাঠায় আমেরিকা, সেই গুয়ানতানামো বেতে এত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে বন্দি করার নির্দেশ মার্কিন মিলিটারি কমিশনের ইতিহাসে বিরল।

ব্রিগেডিয়ার জেনারেল জন বেকারকে ২১ দিনের জন্য গুয়ানতানামোয় বন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক আদালতের বিচারক তথা মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা ভ্যান্স প্যাথ এই নির্দেশ দিয়েছেন। মিলিটারি কমিশনে বিচারাধীন একটি মামলায় আসামির পক্ষের কৌঁসুলি হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল জন বেকার একটি বিষয়ে বিচারকের এখতিয়ারে হস্তক্ষেপ করেছেন বলে ভ্যান্স প্যাথ মনে করছেন। বেকার অবশ্য বিচারককে বলেন, তিনি নিজের অধিকারের সীমার মধ্যে থেকেই কাজ করেছেন। কিন্তু বিচারক সে যুক্তি মানেননি এবং বিচারকের এখতিয়ারে হস্তক্ষেপের দায়ে দোষী সাব্যস্ত করে ব্রিগেডিয়ার জেনারেল জন বেকারকে ২১ দিনের জন্য গুয়ানতানামো বেতে বন্দি করার নির্দেশ দিয়েছেন। পেন্টাগনের এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন, এ রায় আদৌ কার্যকর হবে কি না, সেটা আগামী কয়েক দিনের মধ্যেই নিশ্চিত করবেন আর এক সামরিক কর্মকর্তা হার্ভে রিশিকভ।

অবসরপ্রাপ্ত সামরিক আইনজীবী জেমস ওয়েইরিকের বলেছেন, ‘এ রায় মানুষের মনে সামরিক আদালতের প্রতি বিরূপ মনোভাব আনতে পারে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist