আন্তর্জাতিক ডেস্ক

  ২০ অক্টোবর, ২০১৭

সিদ্ধান্তটা ভুল ছিল

আইফোন-৮-এর লোভে নিজের কুমারীত্ব নিলামে দিতেও রাজি চীনের ১৭ বছরের জিয়াও চেন নামে এক তরুণী। জিয়াও জানিয়েছেন, তার বন্ধুদের হাতে আইফোন রয়েছে, কিন্তু তার নেই। আইফোন-৮-এর দাম বেশি থাকায় জিয়াওয়ের পরিবার তা কিনে দেয়নি। এরপরই আইফোন-৮ কেনার জন্য দুই হাজার ৩০০ পাউন্ড নগদ অর্থের বিনিময়ে নিজের কুমারীত্ব বিক্রি করতে রাজি বলে একটি অনলাইন ফোরামে বিজ্ঞাপন দেন ওই তরুণী। তরুণীর করা পোস্ট দেখে এক টিভি শোর পরিচালক ওই তরুণীর একটি সাক্ষাৎকারের আয়োজন করেন। একটি রেস্তোরাঁয় সাক্ষাৎকার নেওয়ার সময় জিয়াও চেন পরিচালকে জানান, এক বান্ধবী তাকে সহজ উপায়ে অর্থ উপার্জনের এই পথ বলেছেন। এই পথ দিয়ে রোজকার করা টাকা দিয়ে তিনি একটি আইফোন-৮ অর্ডার করতে চেয়েছিলেন, যা তার অধিকাংশ বন্ধুর আছে। পরিচালক তরুণীর কাছে জানতে চান, সিদ্ধান্ত নিয়ে সে নিশ্চিত কি না। জিয়াও রাজি হন। স্বাক্ষর করে ৬০ পাউন্ড অগ্রিম নিয়ে নির্দিষ্ট স্থানে উপস্থিতও হন তিনি। প্রকৃত অর্থে কী ঘটতে চলেছে তা নিয়ে তরুণীর কোনো ধারণাই ছিল না। কারণ, ওই পরিচালক মানুষের আচরণ ও সামাজিক অসঙ্গতি নিয়ে কাজ করতেন। হোটেলে তরুণীকে নিয়ে আসার পরই হাতে গরম একটি আইফোন উপহার দেন তিনি। মেয়েটি হাতে ফোন পেয়ে চমকে যান। কিন্তু এরপরই তিনজন এসে ঢুকে পড়ে হোটেলের ঘরে। যৌনতায় লিপ্ত হওয়ার প্রস্তাব দেয়। আর ঠিক তখনই কান্নায় ভেঙে পড়েন ওই তরুণী। এরপর ওই পরিচালকই বুঝিয়ে বলেন, এই সিদ্ধান্ত কতটা ভুল ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist