আন্তর্জাতিক ডেস্ক

  ২০ অক্টোবর, ২০১৭

আফগানিস্তানে তালেবান হামলায় ৪১ সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে একটি সেনাঘাঁটিতে তালেবানের হামলায় কমপক্ষে ৪১ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার রাত থেকে শুরু হওয়া হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

আলজাজিরার খবরে বলা হয়, ওই সেনাঘাঁটিতে কয়েক ঘণ্টা ধরে তালেবানের সঙ্গে লড়াই চলে সেনাদের। এর এক পর্যায়ে দুটি আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় তালেবান সদস্যরা।

কান্দাহার প্রদেশ থেকে নির্বাচিত আইনপ্রণেতা খালিদ পাশতুন বলেন, এ হামলায় কমপক্ষে ৪১ সেনা নিহত হন।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে তালেবান।

স্থানীয় সংবাদ সংস্থা তোলোর খবরে বলা হয়, হামলায় ২৪ সেনা আহত হয়েছেন।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর বাহিনী ২০১৪ সালে তাদের যুদ্ধ সমাপ্ত ঘোষণা করে। এরপর থেকে তালেবান হামলা সামলাতে হিমশিম খেতে হচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist