আন্তর্জাতিক ডেস্ক

  ২০ অক্টোবর, ২০১৭

গিনেসে নাম লেখাতে এক লাখ ৮৭ হাজার প্রদীপ প্রজ্বালন

গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখাতে ভারতের অযোধ্যায় এক লাখ ৮৭ হাজার প্রদীপ প্রজ্বালন করা হয়েছে। যা নতুন রেকর্ড হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ডে তালিকাভুক্তির অপেক্ষায়।

দীপাবলি উপলক্ষে গত বুধবার রাতে অযোধ্যার ‘সারুয়ু’ নদীর রাম কি পাড়ি স্থানে সফলভাবে এক লাখ ৮৭ হাজার ২১৩টি মোমবাতি প্রজ্বালন করা হয়। যা দেখতে সেখানে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কমিটির সদস্যরা। তবে এখনই নয়, সবকিছু যাচাইয়ের পর দেওয়া হবে সনদ। গিনেস বুক ওয়ার্ল্ড কর্মকর্তারা এক লাখ ৮৭ হাজার ২১৩টি প্রদীপ প্রজা¡লনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কর্তৃপক্ষ এ বিষয়ে পরে সিদ্ধান্ত দেবে। এর আগে গত বছরের ২৩ সেপ্টেম্বর ভারতের কথিত ‘ধর্মগুরু’ শাস্তি পরোয়ানা নিয়ে কারাগারে আটক রাম রহিমের ‘ডেরা সাচ্চা সৌদা’ এক লাখ ৫০ হাজার ৯টি প্রদীপ পজ্বালন করেছিল। দীপাবলির এ কর্মযজ্ঞে ফাজিয়াবাদের ড. রাম মনোহর লোহাই আদভানি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজ্যের পর্যটন বিভাগ মূল ভূমিকা পালন করেছে। আর বিপুলসংখ্যক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ন্যাশনাল ক্যাডেট করপোরেশনের (এনসিসি) ক্যাডেটসহ হাজার হাজার স্বেচ্ছাসেবক অংশ নেয়। এ বিষয়ে ক্ষমতাসীন বিজেপির এমএলএ বেদ প্রকাশ গুপ্ত বলেন, অযোধ্যার জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। প্রভু রামের আশীর্র্বাদে সর্বোচ্চ সংখ্যক প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অযোধ্যা নতুন রেকর্ড গড়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist