আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ আগস্ট, ২০১৭

টেক্সাসে আছড়ে পড়ল হার্ভি

ঘণ্টায় ২১৫ কিলোমিটার বেগে স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা নাগাদ আমেরিকার টেক্সাস উপকূলের বন্দর শহর রকপোর্টে আছড়ে পড়ে ক্যাটাগরি ফোর হারিকেন হার্ভি। ঘূর্ণিঝড়ের সঙ্গেই চলছে তুমুল বৃষ্টি। বিদ্যুতের খুঁটি উপড়ে, তার ছিঁড়ে এক লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন উপকূল জুড়ে। শুধু বন্দর শহর করপাস ক্রিস্টিতেই প্রায় ৩২ হাজার বাড়ি অন্ধকারে ডুবে গেছে। বিদ্যুৎ দফতর সূত্রে জানানো হয়েছে তাদের দুই হাজার কর্মী যুদ্ধকালীন তৎপরতা কাজ করছেন। আমেরিকার জাতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা টেক্সাস এবং লুইজিয়ানায় পরপর ঘূর্ণিঝড় হতে পারে। টেক্সাসে ভয়াবহ হড়পা বান আসতে পারে। ইতোমধ্যেই প্রায় ১৩ ফুট উঁচু সমুদ্রের ঢেউ উঠছে টেক্সাস উপকূলে। উপকূলবর্তী এলাকা এবং লাগোয়া অঞ্চল থেকে কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। বন্দর শহর আরানসাসের ৯০ শতাংশই খালি করা হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের আবেদনে বিপর্যয় মোকাবিলায় টেক্সাস প্রশাসনকে সবরকম সাহায্যের জন্য সরকারকে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মতো উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে একহাজার জাতীয় সুরক্ষা কর্মীকে।

হার্ভির দাপটে লন্ডভন্ড টেক্সাস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist