আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জুলাই, ২০১৭

‘সৌদি ব্লকের নতুন কালো তালিকা হতাশাজনক’

সৌদি আরব ও তার মিত্র দেশের নতুন কালো তালিকা অত্যন্ত হতাশাজনক। চার আরব দেশ মঙ্গলবার ১৮ সংগঠন ও ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করে যৌথভাবে বিবৃতি দেওয়ার পর কাতার বুধবার এ মন্তব্য করেছে। এসব সংগঠন ও ব্যক্তির বিরুদ্ধে সৌদি আরব ও তার মিত্র দেশ জঙ্গিবাদ ও কাতারের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ এনেছে। উপসাগরীয় সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর এমন পদক্ষেপ নিল।

কাতার সরকারের যোগাযোগবিষয়ক পরিচালক শেখ সাইফ বিন আহমেদ আল-থানি বলেন, এ কালো তালিকার কোনো ভিত্তি নেই। কাতারের সার্বভৌমত্ব নস্যাৎ করার উদ্দেশ্যে এমনটা করা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, এটা অত্যন্ত হতাশাজনক যে এসব দেশ কাতারের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে এসব করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist