আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জুলাই, ২০১৭

মেটাল ডিটেকটর সরানোর পরও নামাজে যাচ্ছেন না মুসল্লিরা

ইসরায়েলের দখলে থাকা পূর্ব জেরুজালেম শহরের আল-আকসা মসজিদ থেকে মেটাল ডিটেকটর সরিয়ে নেওয়ার পরও সেখানে নামাজ পড়তে যাচ্ছেন না মুসলিমরা। স্থানীয় সময় মঙ্গলবার জেরুজালেমের মুসলিম নেতারা আল-আকসা থেকে মেটাল ডিটেকটর সরিয়ে নেওয়ার পরও বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিক্ষোভের মধ্যেই মুসলিমদের মসজিদ প্রাঙ্গণের বাইরের রাস্তায় নামাজ আদায় করতে দেখা যায়। গত ১৪ জুলাই নিরাপত্তার নামে আল-আকসা মসজিদে নিরাপত্তা ক্যামেরা ও মেটাল ডিটেকটর বসানো হয়। এসব উপকরণ মসজিদ প্রাঙ্গণ থেকে না সরানো পর্যন্ত সেখানে ফিলিস্তিনিরা নামাজ আদায় করবেন না বলে জানান মসজিদটির পরিচালনা কমিটির অন্যতম কর্মকর্তা শেখ রায়েদ সালেহ। গত সোমবার মেটাল ডিটেকটর সরানোর সিদ্ধান্তের পর ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, মসজিদটিতে মেটাল ডিটেকটরের পরিবর্তে ‘উন্নত প্রযুক্তির’ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। সেখানে থাকবে বিশেষ ধরনের নিরাপত্তা ক্যামেরা। তবে সেগুলো স্থাপন করতে প্রায় ছয় মাস লাগতে পারে। তবে মঙ্গলবার মুসলিম নেতাদের পক্ষ থেকে এর জবাবে বলা হয়, ইসরায়েলের নেওয়া নতুন পদক্ষেপ খতিয়ে দেখতে তাদের সময় লাগবে। এ বিষয়ে মুফতি মুহাম্মদ হুসাইন নামে এক নেতা বলেন, ‘আমরা আবার মসজিদ প্রাঙ্গণে নামাজ আদায় করতে যাওয়ার আগে আমাদের সব কিছু বিস্তারিত জানতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist