আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জুলাই, ২০১৭

চীনে হচ্ছে ‘অরণ্য নগর’

কোনো ধরনের ক্ষতি না করেই যদি একটি নিবিড় অরণ্যকে ব্যস্ত নগরে পরিণত করা হয়, তবে কেমন হয়? এমন নগর এখন আর কাল্পনিক কিছু নয়। এ ধরনের একটি নগর সত্যিই হতে যাচ্ছে চীনে। মাত্র আড়াই বছরে নগরটি গড়ে উঠবে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, চীন যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়, তখন তা তারা দ্রুত বাস্তবায়ন করে। এরই একটি উদাহরণ হলো অরণ্য নগর বা ‘ফরেস্ট সিটি’। এ প্রকল্প টেকসই শহরের পরিকল্পনা ও উন্নয়নের সীমাকে ছাড়িয়ে গেছে। চীন ২০২০ সালের মধ্যেই এই উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এ নগর গাছ ও সৌর প্যানেলে ঢাকা থাকবে। চীনের দক্ষিণাঞ্চলের লিউজিয়াং নদীর তীরবর্তী পার্বত্য অঞ্চলে গুয়াংশিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই নগরের নকশা করছে ইতালির স্থাপত্য সংস্থা স্তেফানো বোয়েরি আর্কিতেত্তি (এসবিএ)। বায়ুদূষণ থেকে জনগণকে বাঁচাতে এ প্রকল্প হাতে নিয়েছে চীন। দেশটির বেশির ভাগ শহরই ভয়াবহ বায়ুদূষণে আক্রান্ত, যা সেখানকার নাগরিকদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ফেলেছে। চীনের দক্ষিণাঞ্চলের লিউজিয়াং নদীর তীরবর্তী পার্বত্য অঞ্চলে গুয়াংশিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

অরণ্য নগরে থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন দফতর, হোটেল, হাসপাতাল ও বসতবাড়ি। প্রতিটি ভবনই ঢাকা থাকবে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছপালায়। শহরটি যত পুরনো হবে, গাছাপালা তত বয়স্ক হবে এবং তত কার্বন শোষণ করবে ও অক্সিজেন ছাড়বে। পূর্ণবয়স্ক একটি গাছ বছরে ৪৮ পাউন্ড কার্বন শোষণ ও ২৬০ পাউন্ড অক্সিজেন নির্গমন করতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist