আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জুলাই, ২০১৭

ফ্রান্সে দাবানল

বিপুলসংখ্যক লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে মঙ্গলবার রাতে দাবানলের কারণে ১০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। ফ্রান্সের প্রভেন্স-আল্পস-কোটে ডিআজুর অঞ্চলের বর্মেস-লেস-মিমোসেসের কাছে এই আগুন নিয়ন্ত্রণে কয়েকশ দমকল কর্মীকে মোতায়েন করা হয়েছে। এর আগে ফ্রান্স আগুন নিয়ন্ত্রণে আরো সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানায়।

ক্রোসিকি দ্বীপ ও অভ্যন্তরীণ পার্বত্য এলাকায় ভূমধ্যসাগরীয় উপকূলজুড়ে প্রায় চার হাজার হেক্টর জমিতে দাবানল ছড়িয়ে পড়েছে। দমকল বিভাগের এক কর্মী বলেন, ‘গ্রীষ্মকালের সময়টিতে এই এলাকায় মানুষের সংখ্যা দুই থেকে তিনগুণ বেড়ে যায়।’ জনপ্রিয় পর্যটনকেন্দ্র সেইন্ট-ত্রোপেজের কাছে একটি দাবানল ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। ক্রোসিকি দাবানলের কারণে কয়েকশ বাড়িঘরের বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার থেকে চার হাজারের বেশি দমকলকর্মী ও সৈন্য আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযানকালে ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পেরে অন্তত ১২ দমকল কর্মী ও ১৫ পুলিশ কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist