আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জুলাই, ২০১৭

ডোকা লা নিয়ে মন্তব্য চীনের পররাষ্ট্রমন্ত্রীর

এই প্রথমবার ইন্দো-চীন সীমান্ত বিতর্ক নিয়ে মুখ খুললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। ভারতীয় সেনা চীনের সীমান্ত অতিক্রম করেছে, এটা স্বীকার করতেই হবে ভারতকেÑ এই দাবি জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এও দাবি করেছেন, চলতি বছর জুন মাস থেকে সিকিমের চীন সীমান্তে যে ভারতীয় সেনারা রয়েছে, তা অবিলম্বে দিল্লিকে প্রত্যাহার করে নিতে হবে। তবে ভারত ও ভুটান একযোগে দাবি করেছে, চীন যে অংশটা নিজেদের বলছে, তা আসলে ভুটানের সম্পত্তি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি এই প্রথমবার চীন সীমান্তে ভারত-চীন সেনা মোতায়েন সম্পর্কে মন্তব্য করলেন। তিনি বলেন, ‘?ভারতের শীর্ষপদস্থ আধিকারিকরা প্রকাশ্যেই জানিয়েছেন, চীনা সৈনিকরা কখনো ভারতীয় সীমান্তে প্রবেশ করেনি। কিন্তু অন্যদিকে, ভারতকে এও স্বীকার করতে হবে, তাদের সেনারা চীন সীমান্ত অতিক্রম করেছে।’

গত মাসেই চীন দাবি জানায়, ডোকা লায় নতুন সড়ক নির্মাণে বাধা দেওয়ার জন্য ভারতীয় সেনারা বার বার সিকিমের চীন সীমান্ত অতিক্রম করছে। তবে ডোকা লা যে ভুটানের, তা ভারতের সঙ্গে ভুটানও জানিয়ে দিয়েছে চীনকে। ভারতের পক্ষ থেকে চীনকে বলা হয়েছে, এই সড়ক নির্মাণ করা হলে দুই দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে।

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ গত সপ্তাহে ডোকা লা সম্পর্কে সংসদে জানান, সীমান্তবর্তী অঞ্চল ডোকা লায় চীন সড়ক নির্মাণ করলে তা ভারত, তিব্বত ও ভুটানের ভারসাম্যকে ক্ষতি করবে। এটা কখনোই কাম্য নয়। দুই দেশেরই উচিত, সেনাবাহিনী প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধার খোঁজা। সীমান্ত বিতর্কের মধ্যে চীন আবারো ভারতকে বলে, সেনা না তুলে নিলে ভারতের সঙ্গে কোনো ধরনের আলোচনায় তারা যেতে রাজি নয়। ভারতকে এ ব্যাপারে চীন বহুবার প্রকাশ্যে হুশিয়ারিও দিয়েছে।

আগামীকাল ও পরশু বেজিংয়ে ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক। তাতে যোগ দিতে যাচ্ছেন অজিত ডোভাল। সেখানে চীনের নিরাপত্তা উপদেষ্টা ইয়াং জিয়েচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। তবে ডোকা লার ব্যাপারে কোনো রকম আলোচনায় যেতে রাজি নয় বেইজিং। সোমবারই তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist