আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ জুন, ২০১৭

ব্রিটেনে থেকে যাওয়া ইইউ নাগরিকদের জন্য থেরেসা মের প্রস্তাব

ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন, ব্রেক্সিটের পরও একজন বৈধ অভিবাসী, যিনি ইইউ নাগরিক, তিনি একজন ব্রিটিশ নাগরিকের সমান সব ধরনের অধিকার পাবেন। যাতে করে তারা ব্রেক্সিট এর পরেও শিক্ষা, চিকিৎসাসেবা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পেতে পারে।

তিনি আরো বলেন, ইউকে কখনো চায় না যে বর্তমান ব্রিটেনের অভিবাসী কোনো ইউরোপীয় নাগরিক দেশ ত্যাগ করুক। আর তিনি আশা করেন এ ব্যবস্থা পারস্পরিক হবে। ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলনে মে বলেন, ‘কেউ কোনো ধরনের কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হবে না।’

বর্তমানে ইউকেতে ৩০ লাখ ২০ হাজার ইইউ নাগরিক রয়েছেন। যাদের অনেকের মনে ভয় রয়েছে যে, তাদেরকে হয়তো বা ফেরত পাঠানো হবে। থেরেসা মে জোর দিয়ে ইউকের ২৭টি ইইউ পার্টনারদের বলেন, দেশটি চায় না কেউ সেখান থেকে চলে যাক বা কারো পরিবার দুভাগ হয়ে যাক। এদিকে তার এ প্রস্তাবে সতর্ক মন্তব্য করতে দেখা গেছে কয়েকজন বিশ্ব নেতাকে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এটাকে ‘একটা ভালো শুরু’ এই বলে বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন, ব্রেক্সিটকে ঘিরে অনেক ইস্যু রয়েছে যেগুলো সমাধান করতে হবে।

ইইউ-এর একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, যখন ইউকের পুরো প্রস্তাব সোমবার প্রকাশিত হয় তখন তারা এর ‘লাইন বাই লাইন’ পড়ে দেখেছে। ইইউ থেকে বের হয়ে যাওয়ার জন্য ইউকের হাতে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত সময় রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist