আন্তর্জাতিক ডেস্ক

  ১০ এপ্রিল, ২০১৭

যোগীর রাজ্যেই মরল ১৫২ গরু

ভারতে যখন গোরক্ষার নামে তান্ডব চলছে, বিভিন্ন স্থানে মুসলিম নাগরিকদের পিটিয়ে হত্যার অভিযোগ উঠছে, তখনই গরুর প্রতি অযত্ন-অবহেলার এক করুণ চিত্র দেখা গেছে। উত্তরপ্রদেশের কানপুরের ১২৮ বছরের পুরনো এক গোশালায় অনাহার ও অপুষ্টিতে গত পাঁচ মাসে ১৫২টি গরু মারা গেছে।

সম্প্রতি উত্তরপ্রদেশে হিন্দুত্ববাদী দল বিজেপির জয়ের পর যোগী আদিত্যনাথকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয়েছে। ক্ষমতা গ্রহণের পর পরই তিনি গরু জবাই কার্যত নিষিদ্ধ করেন।

হিন্দুস্তান টাইমস জানায়, দেশটির অন্যতম বৃহৎ এ গরু আশ্রয় কেন্দ্রে প্রায় ৫৪০টি গরু রয়েছে। রাস্তা থেকে অসুস্থ গরু উদ্ধার করে এখানে নিয়ে এসে দেখাশোনা করা হয়। গরুগুলোর দেখভালের জন্য একটি সোসাইটি রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist