আন্তর্জাতিক ডেস্ক

  ১০ এপ্রিল, ২০১৭

৪২ হাজার ফুট ওপরে সন্তান প্রসব

বিনে পয়সায় একজন অতিরিক্ত যাত্রী বহন করেও খুশি তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটের কেবিন ক্রুরা। আর তাদের এই খুশির উপলক্ষ এনে দিয়েছেন নাফি দিয়াবি নামের এক নারী। শুক্রবার প্রায় ৪২ হাজার ফুট ওপরে উড়ন্ত অবস্থায় বিমানে তিনি ফুটফুটে মেয়েসন্তান প্রসব করেছেন। তুর্কি এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি গিনির রাজধানী কোনাক্রি থেকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে যাচ্ছিল। খবর বিবিসি, ডেইলি মেইলের। এক বিবৃতিতে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, গিনি থেকে রওনা হওয়ার পর পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওগাডুগুতে বিমানটির যাত্রাবিরতি করার কথা ছিল। এর প্রায় ৪২ হাজার ফুট ওপরে থাকা অবস্থায় ২৮ সপ্তাহের গর্ভবতী নাফি দিয়াবির প্রসব বেদনা ওঠে। বিমানের কেবিন ক্রুরা বিষয়টি বুঝতে পেরে তাকে সব ধরনের সহায়তা করেন। একপর্যায়ে নাফি ফুটফুটে একটি মেয়েসন্তানের জন্ম দেন। পুরো ফ্লাইটে নেমে আসে খুশির জোয়ার। বিমানের কেবিন ক্রুরা নবজাতকের নাম রাখেন কাদিজু।

পরে তুর্কি এয়ারলাইনস তাদের টুইটারে কাদিজুর ছবি শেয়ার করে লেখে, ‘স্বাগতম রাজকুমারি! আমাদের কেবিন ক্রুদের সাধুবাদ।’ পরে ওগাডুগুতে যাত্রাবিরতির সময় মা ও নবজাতককে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পর্যবেক্ষণ শেষে মা-মেয়ে দুজনে সুস্থ আছেন বলে জানান। বিমান ভ্রমণে বেশির ভাগ ক্ষেত্রে ৩৬ সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থার অনুমোদন আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist