আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ মার্চ, ২০১৭

উ. কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রযুক্তি পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে চীন।

গতকাল বিবিসি এ খবর জানায়। গত সোমবার উত্তর কোরিয়ার চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর চীন উত্তর কোরিয়াকে এ আহ্বান জানাল। জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রযুক্তি পরীক্ষা চালিয়ে আসছে। মাঝখানে মার্কিন নির্বাচন উপলক্ষে এসব পরীক্ষা চালানো সাময়িকভাবে বন্ধ রাখার এখন তা পুরদমে শুরু করেছে উ. কোরিয়া। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার কারণে উত্তর কোরিয়া ক্ষিপ্ত হয়ে এসব পরীক্ষা চালায়। এ জন্য উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ পরীক্ষা বন্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist