আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ মার্চ, ২০১৭

টিভি থেকেও তথ্য চুরি করছে সিআইএ

উইকিলিকস

বিশ্বজুড়ে গোপন তথ্য ফাঁস করে সাড়া ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস এবার এমন গোপনীয় সব দলিল ফাঁস করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র হ্যাকিং কর্মসূচির বিস্তারিত উঠে এসেছে। ফাঁস হওয়া দলিলে দেখা গেছে, অ্যান্ড্রয়েড ও আইফোনসহ উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং ব্যবস্থার কম্পিউটারগুলোকে লক্ষ্য করে কিভাবে ম্যালওয়্যারসহ নানাবিধ সাইবার আক্রমণ চালিয়ে তথ্য হাতিয়ে নেওয়া হতো। তবে এসব অভিযোগ সত্য কি না, তা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি সিআইএ।

উইকিলিকসের এই দফায় যেসব দলিলপত্র ফাঁস করেছে তাতে দেখা যাচ্ছে সিআইএ’র হ্যাকিং কার্যক্রম ছিল ব্যাপক।

মার্কিন এই গোয়েন্দা সংস্থাটি অতি পরিচিত এবং বহুল ব্যবহৃত সব প্রযুক্তি পণ্যসমূহকে লক্ষ্য করে ম্যালওয়্যার ছড়াতো। এর মধ্যে কোনো কোনো হ্যাকিং সফটওয়্যার সিআইএ নিজেই তৈরি করেছে, কিন্তু স্যামসাং টেলিভিশনে হ্যাকিং করবার জন্য একটি স্পাইওয়্যার তৈরিতে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআইফাইভ সাহায্য করেছে বলেও এতে উল্লেখ হয়েছে। ফাঁস হওয়া দলিলে দেখা যায়, স্যামসাংয়ের স্মার্ট টিভিসমূহকে হ্যাক করবার যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটির কোড নাম ছিল ‘উইপিং অ্যাঞ্জেল’। এখানে উল্লেখ করা হয়েছে ওই টিভিগুলোকে ব্যবহার করে বাড়ির লোকদের কথাবার্তা রেকর্ড করার ব্যবস্থা ছিল, যা পরে ওয়াইফাই ব্যবহার করে সিআইএ’র দফতরে চলে যেত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist