আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ মার্চ, ২০১৭

লখ্নৌ অভিযান সমাপ্ত, আইএস ‘জঙ্গি’ নিহত

কাঁদানে গ্যাস ও স্মোক বোমা ব্যবহার করেও ভারতীয় পুলিশ জীবন্ত ধরতে পারল না লখ্নৌর সন্দেহভাজন জঙ্গিকে। থেমে থেমে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলি চলার পর সন্দেহভাজন জঙ্গির মৃত্যুর মধ্য দিয়ে স্থানীয় সময় বুধবার ভোররাত প্রায় ৩টায় শেষ হয় লখেœৗর ঠাকুরগঞ্জের জঙ্গিবিরোধী অভিযান।

ঘটনাস্থলের বাড়িটিতে দুই জঙ্গি লুকিয়ে আছেন বলে ধারণা ছিল পুলিশের, কিন্তু অভিযান শেষে তারা জানিয়েছেন, মাত্র একটি লাশ পাওয়া গেছে; খবর এনডিটিভির। নিহত জঙ্গির ঘর থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও একটি ছুরি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

ভারতের উত্তর প্রদেশে রাজ্য নির্বাচন চলছে। সাত পর্বের এই নির্বাচনের শেষ পর্ব শুরুর আগের দিন বিকেলে লখেœৗ অভিযান শুরু হয়। অভিযান শেষে যে ব্যক্তির লাশ পাওয়া গেছে তাকে সাইফুল্লাহ হিসেবে শনাক্ত করেছে পুলিশ।

প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশের উজ্জয়িনী-ভোপাল যাত্রীবাহী ট্রেনে বোমা হামলার অন্যতম সন্দেহভাজন সাইফুল্লাহ। মঙ্গলবার সকালের ওই বোমা হামলায় ৯ জন আহত হন।

অভিযান শেষে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা দলজিৎ চৌধুরি বলেছেন, ‘রাতে অন্ধকারের মধ্যে আমরা ভেবেছিলাম সেখানে দুই সন্দেহভাজন সন্ত্রাসী আছে, কিন্তু এখন নিশ্চিত হওয়া গেছে সেখানে এক ব্যক্তিই ছিল।’

অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী বাড়িটির ছাদে একটি গর্ত করে ভেতরে দুটি আগ্নেয়াস্ত্র দেখেছিল, এতে ভেতরে দুজন আছে বলে ধারণা করেছিল।

পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের জ্যেষ্ঠ কর্মকর্তা অসীম অরুণ বলেন, ‘ভেতরের অবস্থা জানার জন্য আমরা মাইক্রো-টিউব ক্যামেরা ব্যবহার করেছিলাম। ছবি পরিষ্কার ছিল না, এই কারণে দুজন সন্ত্রাসী আছে ভেবেছিলাম।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist