আন্তর্জাতিক ডেস্ক

  ২০ জানুয়ারি, ২০১৭

ভিয়েতনামে চীনবিরোধী বিক্ষোভ, আটক ১২

ভিয়েতনামের পুলিশ চীনবিরোধী বিক্ষোভের সময়ে রাজধানী হ্যানয় থেকে অন্তত ১২ ব্যক্তিকে আটক করেছে। দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত দ্বীপপুঞ্জ ১৯৭৪ সালে বেইজিংয়ের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিরুদ্ধে এ বিক্ষোভ করা হয়।

এ দ্বীপপুঞ্জের ওপর ভিয়েতনামও নিজ সার্বভৌমত্ব দাবি করছে। দক্ষিণ চীন সাগরের পারাসেল দ্বীপপুঞ্জ চীনের নিয়ে নেওয়ার ৪৩তম বার্ষিকী উপলক্ষে হ্যানয়ে এ বিক্ষোভের আয়োজন করা হয়। হ্যানয়ের কেন্দ্রস্থলে প্রায় এক শ মানুষ বিক্ষোভ সমাবেশ করে।

ক্ষুব্ধ বিক্ষোভকারীরা আগ্রাসী ধ্বংস হোক সেøøাগান দেয়। এ ছাড়া, কথিত পুরনো শত্রুর বিরুদ্ধে ব্যানার বহন করেছে। অবশ্য সাদা পোশাকের পুলিশ এ সময়ে ব্যানারগুলো ছুড়ে ফেলে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য ১২ জনকে ধরে নিয়ে যায়। এ ছাড়া, সাংবাদিকদের স্থান ত্যাগ করার নির্দেশ দেয় পুলিশ এবং তাদের ক্যামেরা বন্ধ করে দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist