আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ জুলাই, ২০২০

সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানে ইসরায়েলের হামলা

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা এলাকায় দেশটির সেনাবাহিনীর তিনটি অবস্থানে হামলা চালিয়েছে কয়েকটি ইসরায়েলি হেলিকপ্টার। গত শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় হামলার এ ঘটনা ঘটে বলে গতকাল শনিবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসএএনএ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। নিয়ন্ত্রিত ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এ হামলায় দুই সেনা সামান্য আহত হয়েছে এবং ওই এলাকার বনভূমিতে আগুন ধরে গেছে বলে জানিয়েছে তারা। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে মর্টার হামলার জবাবে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই মর্টার হামলায় ইসরায়েলের কেউ হতাহত না হলেও একটি ভবন ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘সিরিয়ান সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণ পোস্ট ও তাদের ঘাঁটিতে অবস্থিত গোয়েন্দা তথ্য সংগ্রহ পদ্ধতির অবস্থানসহ বেশ কয়েকটি লক্ষ্যে হামলা চালানো হয়েছে। গোলান মালভূমির সিরিয়ার এলাকা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, এমনটি জানানোর কয়েক ঘণ্টা পর সামরিক বাহিনী সিরিয়ায় হামলা চালায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close