আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ জুলাই, ২০২০

সোলাইমানি হত্যায় যুক্তরাষ্ট্রের অভিযোগের প্রমাণ মেলেনি

ইরানের কুদস বাহিনীর সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। বরং এ হত্যাকা-ের ঘটনায় আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে ওয়াশিংটন। এমনটাই উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত এক বিশেষ প্রতিবেদনে। এটি তৈরি করেছেন সংস্থাটির বিচারবিষয়ক বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ড।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরানে ড্রোন হামলা চালিয়ে জেনারেল কাসেমিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে চালানো ওই হামলায় তার সহযোগী ও ইরাকের সশস্ত্র গোষ্ঠী ‘হাশদ আশ-শাবি’র উপপ্রধান মাহদি আল মুহান্দিসসহ আরো কয়েকজন নিহত হন। এ ঘটনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনায় ঘি ঢালে। তবে সোমবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিবেদক অ্যাগনেস ক্যালামার্ড এ হত্যাকা-ের ঘটনায় ট্রাম্প প্রশাসনের অভিযোগ নাকচ করে দেন। অ্যাগনেস ক্যালামার্ড তার তদন্ত প্রতিবেদনে বলেছেন, জেনারেল সোলাইমানি মার্কিন স্বার্থে আঘাত হানতে চেয়েছিলেন বলে তাকে হত্যা করার যে দাবি ওয়াশিংটন করেছে তার প্রমাণ মেলেনি। এ হত্যাকা- আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার লঙ্ঘন। এ হত্যাকা-ের বিষয়ে যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করারও আহ্বান জানান অ্যাগনেস ক্যালামার্ড। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ বেআইনি কর্মকা-ের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো পদক্ষেপ নেয়নি। সবকিছু জেনেও আন্তর্জাতিক সমাজও নীরব রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close