আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ জুলাই, ২০২০

যুক্তরাষ্ট্রে ২ বিমানের সংঘর্ষ, মৃত্যু ৮

যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের আকাশে দুটি বিমানের মধ্যে সংঘর্ষের পর সেগুলো স্থানীয় কোর দ্য’লিন হ্রদে বিধ্বস্ত হয়েছে। হ্রদ থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে আর এ ঘটনায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, গত রোববার রাতে স্থানীয় পুলিশ এসব কথা জানিয়েছে।

এক বিবৃতিতে কুটনেই কাউন্টি শেরিফ দফতর বলেছে, ‘প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দুই বিমানে যাত্রী ও ক্রুসহ মোট আটজন ছিলেন, তবে এটি যাচাই করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে সেখানে কেউ বেঁচে নেই।’ দুর্ঘটনায় পড়া লোকদের মধ্যে পূর্ণবয়স্ক ও শিশু রয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

কী কারণে দুই বিমানের মধ্যে সংঘর্ষ ঘটল তদন্তকারীরা শেষ খবর পাওয়া পর্যন্ত তা বের করতে পারেননি। হ্রদে বিধ্বস্ত হওয়ার পর বিমান দুটি ১২৭ ফুট পানির নিচে ডুবে যায় বলে শেরিফ দফতরের বিবৃতিতে বলা হয়েছে। বিমান দুটির মধ্যে একটি সেসনা ২০৬ ছিল বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড ঘটনাটির তদন্ত করছে বলে জানিয়েছে তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close