আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ জুলাই, ২০২০

হংকংয়ে নতুন নিরাপত্তা প্রধান নিয়োগ করল চীন

হংকংয়ে নতুন নিরাপত্তা সংস্থার প্রধান হিসাবে কমিউনিস্ট পার্টির কট্টরপন্থি এক কর্মকর্তাকে নিয়োগ করেছে চীন। চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইনের বাস্তবায়ন তদারক করতে হংকংয়ে স্থাপন করা হচ্ছে শক্তিশালী নতুন নিরাপত্তা সংস্থা। এ সংস্থারই প্রধান হিসেবে জ্যাং ইয়ানশিওংকে নিয়োগের ঘোষণ দেওয়া হয়েছে গত শুক্রবার।

চীনের দক্ষিণাঞ্চলীয় উকান গ্রামে ২০১১ সালে ভূমিবিরোধ নিয়ে বিক্ষোভ কঠোরপন্থায় দমনের জন্য পরিচিত ইয়ানশিওং। বিক্ষোভকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যর জন্যও তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। এ কর্মকর্তাই এখন নতুন নিরাপত্তা আইনে হংকংয়ে গড়ে তোলা নিরাপত্তা সংস্থার কর্ণধার হচ্ছেন। নিরাপত্তা আইনের আওতায় চীনা মূল ভূখ-ের কর্মকর্তাদের এখন এই প্রথম হংকংয়ে প্রকাশ্যে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। হংকংয়ের নতুন নিরাপত্তা সংস্থা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা কাজকর্ম তদারক করবে এবং কোনো কোনো ক্ষেত্রে গোয়েন্দা তথ্য মূল ভূখ-ের কর্তৃপক্ষের কাছেও হস্তান্তর করবে। হংকং সরকার এরই মধ্যে তাদের একটি নিজস্ব জাতীয় নিরাপত্তা কমিটি গঠন করার কথা জানিয়েছে। এ কমিটির প্রধান নির্বাহী লাম শেং ইউত। আর হংকংয়ের নেতার স্থানীয় এই কমিটি বিষয়ক শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন সেখানকার বেইজিং লিয়াঁজো কার্যালয়ের পরিচালক লু হুইনিং। চীনের পার্লামেন্ট গত মঙ্গলবার নতুন হংকং নিরাপত্তা আইন পাস করেছে। এ আইনের আওতায় হংকংয়ে বিচ্ছিন্নতাবাদ, কর্তৃপক্ষকে অবমাননা, সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে বিদেশি বাহিনীর সঙ্গে আঁতাত নিষিদ্ধ করা হয়েছে এবং এ ধরনের অপরাধের জন্য শাস্তির বিধান করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close