আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ মে, ২০২০

বিশ্বে করোনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি যুক্তরাজ্যে

সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হারের দিক দিয়ে সবার ওপরে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ লাখ ৬৯ হাজার একশ ২৭ জন হলেও মারা গেছে ৩৭ হাজার ৮৩৭ জন। তবে মোট মৃত্যুর দিক থেকে তালিকার এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৭ লাখ ৬৮ হাজার ৪৬১ জন।

জানা গেছে, ব্রিটেনে চলতি বছরের মার্চের শেষের দিক থেকে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

ওয়ার্ল্ডয়োমিটারের করা করোনা তালিকায় বর্তমানে পাঁচ নম্বরে রয়েছে ব্রিটেন। কিন্তু তালিকার দুই নম্বরে থাকা দেশ ব্রাজিলে করোনায় মারা গেছে ২৬ হাজার সাতশ ৬৪ জন। অথচ ব্রিটেন আক্রান্তের দিক দিয়ে পাঁচ নম্বরে থেকেও মৃতের সংখ্যায় দুই নম্বরে উঠে গেছে। আর মৃত্যুর হারের দিক দিয়ে এক নম্বরে।

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার শুরুর দিকে চীন, ইরান, ইতালি, ফ্রান্স বিপাকে পড়লেও ব্রিটেনে মৃত্যুর হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

অথচ লকডাউন আগে থেকে বাস্তবায়ন করার কারণে জার্মানিতে মৃত্যু হার অনেক কম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close