আন্তর্জাতিক ডেস্ক

  ২২ মে, ২০২০

অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাবে কুয়েত

কুয়েতে থাকা অবৈধ অভিবাসীদের ফিরিয়ে দিতে যাচ্ছে দেশটির সরকার। এ সংক্রান্ত পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। অবৈধ অভিবাসীদের তালিকায় বেশ কযেকটি দেশের নাম রয়েছে।

আরব নিউজের বরাতে জানা যায়, দেশটিতে প্রায় ২৩ হাজার ৫০০ অধিবাসী আছে যাদের কোনো কাগজপত্র নেই। এরা সবাই সেখানে অবৈধভাবে বসবাস করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির এক প্রোগ্রামের আওতায় তারা নিজ দেশে ফেরার ইচ্ছা পোষণ করেছিলেন। এতে তাদের কোনো জরিমানা দিতে হতো না। কিন্তু এতে বাঁধ সাধে কুয়েত সরকার। তারা বলে, আইন অমান্যকারীদের জবাবদিহি ছাড়া ছেড়ে দেওয়া যায় না। কুয়েত সরকারের শীর্ষ এক কর্মকর্তা বলেন, এসব অধিবাসীকে তাদের স্বদেশে ফিরিয়ে দিতে একটি গঠনগত প্রক্রিয়া চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close