আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মে, ২০২০

আমেরিকায় ৩ ট্রিলিয়ন ডলারের বিল পাস

করোনাভাইরাসে কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দল ডেমোক্র্যাটের পক্ষ থেকে প্রস্তাবিত তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বিল যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টটিভের আইন প্রণেতাদের ভোটে পাস হয়েছে। বড় অঙ্কের এই বিল পাস হওয়ার মাধ্যমে দেশটির প্রাদেশিক এবং স্থানীয় সরকারে কর্মরত কর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা সহায়তা পাবেন।

এই বিলের আওতায় একজন মানুষকে কমপক্ষে ১২০০ ডলার (প্রায় ১ লাখ টাকা) করে দেওয়া হবে। বিবাহিত হলে দ্বিগুণ পাবেন। এছাড়া তাদের ওপর নির্ভরশীল কেউ থাকলে তাদের জন্য একই পরিমাণ অর্থ প্রদান করা হবে। কমপক্ষে একজন মানুষ তিনজন নির্ভরশীলের জন্য অর্থ পাবেন। হাউস অব রিপ্রেজেন্টেটিভে এই বিলটি ২০৮-১৯৯ ভোটে পাস হয়েছে। এর মধ্যে একজন রিপাবলিকান এই বিলের পক্ষে রায় দিয়েছেন, বিপরীতে ১৪ ডেমোক্র্যাট প্রতিনিধি বিলটির পক্ষে অবস্থান নিয়েছেন।

এই বিলে আরো রয়েছে-স্থানীয় সরকারের জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলারের সহায়তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close