আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মে, ২০২০

‘শতভাগ কার্যকর অ্যান্টিবডি’তে চার দিনেই মুক্তি?

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি দাবি করেছে, করোনা প্রতিরোধী অ্যান্টিবডি বা প্রতিষেধক আবিষ্কার করতে সক্ষম হয়েছে তারা। ‘সোরেন্টো থেরাপিউটিকস’ নামের কোম্পানিটির দাবি, তাদের এই অ্যান্টিবডি ‘শতভাগ কার্যকর’ এবং রোগীকে মাত্র চারদিনেই করোনামুক্ত করবে। সোরেন্টো থেরাপিউটিকস জানিয়েছে, ভ্যাকসিন বা টিকা বাজারে ছাড়ার আগেই এই অ্যান্টিবডির মাধ্যমে চিকিৎসা শুরু হয়ে যেতে পারে। এই অ্যান্টিবডি নিয়ে প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের পর সোরেন্টো পরবর্তী কার্যক্রমে এগোচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close