আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ মে, ২০২০

যুক্তরাষ্ট্রকে সবার আগে টিকা দেবে না সানোফি

ফ্রান্সের ফার্মাসিউটিক্যালস কোম্পানি সানোফি কোভিড-১৯ এর সম্ভাব্য টিকা সবার আগে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়ার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। কোম্পানিটির সিইও পল হাডসন বলেছিলেন, টিকার গবেষণায় অর্থ বিনিয়োগ করার ঝুঁকি নিয়েছে যুক্তরাষ্ট্র, ফলে তারাই পাবে সবার আগে। তার এই মন্তব্যের পর ফ্রান্স সরকারের পক্ষ থেকে বড় ধরনের সমালোচনা ও চাপের মুখে পড়ে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি। ফরাসী প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ বলেছিলেন, সবার টিকার প্রাপ্যতার বিষয়টি নিয়ে কোনো আলোচনা হতে পারে না। এরপরই সানোফির চেয়ারম্যান সবার জন্য টিকার সমান প্রাপ্যতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পল হাডসন বুধবার বলেছিলেন, যুক্তরাষ্ট্র আমাদের গবেষণায় সহযোগিতা করেছে। গবেষণায় ঝুঁকি থাকা সত্ত্বেও তারা অর্থ বিনিয়োগ করেছে। সুতরাং ভ্যাকসিন তৈরি হলে প্রথমে তা তাদের প্রাপ্য। এরপরই ফ্রান্সে বিতর্ক শুরু হয় এই মন্তব্য নিয়ে। ফরাসিরা বলছেন, গত কয়েক বছরে সরকার কয়েক কোটি ইউরো দিয়ে সানোফিকে সাহায্য করেছে। বৃহস্পতিবার ফ্রান্সের সহকারী অর্থমন্ত্রী অ্যাগনেস পান্নিয়ার রুনাশের বলেন, করোনা গবেষণায় অর্থ সাহায্য করেছে বলে সানোফি যদি আগেই যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন পাঠাতে চায়, আমরা মেনে নেব না। তিনি জানান, হাডসনের মন্তব্য শুনেই তিনি সানোফির সঙ্গে যোগাযোগ করেন। ফ্রান্সে সানোফির যে অফিস রয়েছে, তার প্রধান আমাকে বলেছেন, ভ্যাকসিন আবিষ্কৃত হলে সারা বিশ্বেই তা দেওয়া হবে। ফরাসিরাও বঞ্চিত হবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close