আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ মে, ২০২০

করোনা : চীনা ভ্যাকসিনের উৎপাদন কানাডায় করার পরিকল্পনা

করোনার কয়েকটি ভ্যাকসিন উদ্ভাবনে পরীক্ষামূলক পর্যায়ে থাকা চীনের ক্যানসিনো বায়োলজিকস ইনক কানাডাতেও এই পরীক্ষা চালাতে দেশটির জাতীয় গবেষণা সংস্থার সঙ্গে সহযোগিতা করছে। কানাডার ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (এনআরসি) বরাতে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

এনআরসি বলেছে, মন্ট্রিয়ালের সরকারি প্রতিষ্ঠানে এই ভ্যাকসিন উৎপাদন করা হবে। কানাডার ওষুধ নিয়ন্ত্রক সংস্থা হেলথ কানাডার জন্য এটির পরীক্ষামূলক প্রয়োগের জন্য প্রস্তুত হচ্ছে ক্যানসিনো। এই সহযোগিতার ফলে এর মধ্যে চীনে চালানো ভ্যাকসিন পরীক্ষার ডেটা হেলথ কানাডা বিবেচনা করবে কিনা জানতে চাইলে এনআরসি বলেছে, সাধারণত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে ডেটা বিনিময় করা যায়।

কানাডায় চালানো ক্লিনিকাল ট্রায়াল চীনা ডেটার সম্পূরক এবং সম্ভাব্য ভ্যাকসিনের সুরক্ষা বিষয়ে সামগ্রিকভাবে সহায়তা করবে।

২০১৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের অনুরোধে হুয়াওয়ের চিফ ফিনান্সিয়াল অফিসার মেং ওয়ানঝুকে গ্রেফতার করার পর থেকে কানাডা ও চীনের মধ্যে সম্পর্ক অবনতি হয়েছে। ক্ষুব্ধ চীন সরকারকে পরে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণ দেখিয়ে কানাডার দুই নাগরিককে গ্রেফতার করে। তবে মহামারির মধ্যে যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষামূলক সরঞ্জাম আমদানি করতে ব্যর্থ হয়ে চীনের দ্বারস্থ হয়েছে কানাডা। কেন্দ্রীয় ক্রয় বিষয়ে ওয়েবসাইট বলা হয়েছে, ব্যাপক পরিমাণ আমদানি ত্বরান্বিত করতে কানাডা চীনে জনবল নিয়োগ করেছে।

এনআরসি বলছে, সংস্থাটি ২০১৩ সাল থেকে ক্যানসিনোর সঙ্গে কাজ করেছে এবং তাদের পবেষণাগারে তৈরি সেললাইন ব্যবহার করে ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। ক্যানসিনোর চেয়ারম্যান জিউফেং ইউ ১৯৯৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত মূলত সানোফির হয়ে কানাডায় কাজ করেছিলেন বলে এনআরসির ওয়েবসাইটে বলা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close