আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ মে, ২০২০

থেমে নেই ইরানের তেল উৎপাদন

সারা বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। প্রাণঘাতী করোনার প্রকোপে বিশ্বের অর্থনীতিতে ধস নেমেছে। কিছু কিছু প্রতিষ্ঠানের কাজ শুরু হলেও এখনো অনেক ব্যবসা-প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। করোনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ইরানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। তবে এত বিপর্যয়ের মধ্যেও থেমে নেই ইরান। তারা তাদের অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সে কারণেই ইরানে এখনো তেলের উৎপাদন বন্ধ করা হয়নি। মঙ্গলবার দেশটির তেলমন্ত্রী বিজান জানগেনাহের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ জানিয়েছে, ইরানে এখনো তেল উৎপাদন চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close