আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মে, ২০২০

অ্যামাজনে সেনা পাঠাচ্ছে ব্রাজিল

অ্যামাজন বনাঞ্চল ধ্বংস ঠেকাতে রেইনফরেস্ট এলাকায় সেনা মোতায়েন শুরু করছে ব্রাজিল। সোমবার দেশটির ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মুয়ারাও জানিয়েছেন, এই বছর দাবানলের সময় ঘনিয়ে আসার আগেই সেনা মোতায়েন করা হচ্ছে। বেসামরিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিবেশ ধ্বংসের অবৈধ কর্মকা- ঠেকাতে সেনা সদস্যরা কাজ করবে বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছরের তুলনায় প্রায় তিন মাস আগে এবারে সেনা পাঠানোর উদ্যোগ নিয়েছে ব্রাজিল। পৃথিবীর বায়ুম-লে থাকা অক্সিজেনের ২০ শতাংশেরই উৎপত্তি অ্যামাজনে। গবেষকদের মতে এই বন প্রতি বছর ২০০ কোটি মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close