আন্তর্জাতিক ডেস্ক

  ১০ মে, ২০২০

আড়াইশ’ বছরের ইতিহাস ভাঙলেন জনসন

বিয়ে বিচ্ছেদের মধ্যদিয়ে আড়াইশ’ বছরের ইতিহাস ভেঙেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, বিগত আড়াই শতাব্দীতে ব্রিটেনে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কেউ বিয়ে বিচ্ছেদ ঘটাননি। ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় স্ত্রী ম্যারিনা উইলারের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে জনসন সেই ইতিহাস ভেঙে দিয়েছেন। ১৭৬৯ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকাকালে অগাস্টাস ফিটজরয় স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন।

বরিস জনসনের প্রথম স্ত্রী ছিলেন অ্যালেগ্রা মোস্টাইন আওয়েন। ১৯৯৩ সালে তার সঙ্গে বিচ্ছেদ হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর। বিচ্ছেদের মাত্র ১২ দিনের মধ্যে ম্যারিনা উইলারকে বিয়ে করেন তিনি। বরিস-উইলারের ঘরে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close