আন্তর্জাতিক ডেস্ক

  ২০ এপ্রিল, ২০২০

চীনকে হুশিয়ারি ট্রাম্পের

করোনাভাইরাস নিয়ে চীনের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ভাইরাসের বিস্তারের জন্য চীনকে পরিণতি ভোগ করতে হতে পারে। তারা যদি দায়ী হয়, তাহলে অবশ্যই তাদের পরিণতি ভোগ করা উচিত। গত শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন হুশিয়ারি উচ্চারণ করেন। গতকাল রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

হোয়াইট হাউসের প্রাত্যহিক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, চীনে এই মহামারি শুরু হওয়ার আগেই তা থেমে যেতে পারত। কিন্তু সেটা হয়নি। এখন পুরো দুনিয়া ভুগছে। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের গবেষকরা করোনাভাইরাসকে প্রাকৃতিক বলে মনে করছেন। তা সত্ত্বেও চীনের ল্যাবরেটরি থেকে নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে কি-না, তা খতিয়ে দেখতে শুরু করেছে গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। তবে এই তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রগুলো বলছে, চীন সরকারের স্পর্শকাতর গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে দেখা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close