আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ এপ্রিল, ২০২০

কৃষকদের জন্য যুক্তরাষ্ট্রের ১৯ বিলিয়ন ডলারের প্যাকেজ

করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত কৃষক ও দরিদ্রদের খাদ্য সহায়তায় ১৯ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ১৬ বিলিয়ন ডলারই মাংস, দুগ্ধ, সবজি জাতীয় কৃষিপণ্য উৎপাদক এবং ক্রেতাদের সরাসরি অর্থ সহায়তা হিসেবে দেওয়া হবে।

গত শুক্রবার সিনেট এগ্রিকালচার অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির চেয়ারম্যান জন হোভেন স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, কৃষক ও খামারিদের সহায়তায় ১৬ বিলিয়ন ডলারের মধ্যে ৯ দশমিক ৬ বিলিয়ন ডলার বরাদ্দ হয়েছে প্রাণিসম্পদ শিল্পের জন্য। এর মধ্যে আবার ৫ দশমিক ১ বিলিয়ন ডলার গবাদিপশুতে, ২ দশমিক ৯ বিলিয়ান ডলার দুগ্ধের জন্য এবং ১ দশমিক ৬ বিলিয়ন শূকরপালকদের সহায়তায় দেওয়া হচ্ছে। বিবৃতি অনুসারে, ফসল উৎপাদকদের ৩ দশমিক ৯ বিলিয়ন ডলার, বিশেষ ধরনের ফসল উৎপাদকদের ২ দশমিক ১ বিলিয়ন এবং অন্যান্য ফসলের জন্য ৫০০ মিলিয়ন ডলার দেওয়া হবে। এদিন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী সনি পারডু বলেন, করোনাভাইরাসের কারণে অন্য সবকিছুর মতো যুক্তরাষ্ট্রের কৃষিতেও ভয়াবহ আঘাত পড়েছে। এই জাতীয় দুর্যোগ কাটিয়ে উঠতে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের কৃষক ও সব আমেরিকানের পাশে রয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close