আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ এপ্রিল, ২০২০

জার্মানির বিধিনিষেধ শিথিল হচ্ছে আগামী ৪ মে

করোনাভাইরাসের মহামারি নিয়ন্ত্রণে আরোপ করা বিধিনিষেধ ধীরে ধীরে শিথিলের পরিকল্পনা ঘোষণা করেছেন জার্মানির প্রেসিডেন্ট অ্যাঙ্গেলা মারকেল। সামাজিক শিষ্টাচার মেনে চলার নিয়ম বলবৎ থাকবে আগামী ৩ মে পর্যন্ত। তবে গণপরিবহন ও দোকানে মাস্ক ব্যবহার চালু থাকবে। এছাড়া আগামী সপ্তাহ থেকে খুলে দেওয়া হবে নির্দিষ্ট সাইজের দোকান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আগামী ৪ মে থেকে পর্যায়ক্রমে জার্মানির স্কুলগুলো খুলে দেওয়া হবে।

করোনা সংক্রমণ মোকাবিলায় পুরোপুরি লকডাউনের পথে না গিয়ে দুইয়ের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করে জার্মানি। মানুষের মধ্যে কমপক্ষে দেড় মিটার দূরত্ব বজায় রাখাও বাধ্যতামূলক করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার ব্যবস্থা ছাড়া দোকানবাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক স্থাপনা বন্ধ রাখা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close